যমজ সন্তানের জন্ম দিল হাতি!

যমজ সন্তানের জন্ম দিল হাতি!

অনলাইন ডেস্ক

প্রায় ৮০ বছর পর প্রথম বারের মতো একটি হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছে। এই বিরল ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে। বুধবার (১ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় ওই সংবাদমাধ্যম জানায়, ২৫ বছর বয়সী ওই হাতির নাম সুরাঙ্গি।

পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজে ওই যমজ পুরুষ হাতির জন্ম দেয় সুরাঙ্গি। শিশু হাতির বাবা ১৭ বছর বয়সী পান্ডু ওই অরফানেজে বাস করে।   

ওই অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে বলেন, শিশু দুটি এবং তাদের মা ভালো আছে। শিশু হাতি দুটি তুলনামূলকভাবে ছোট কিন্তু তারা স্বাস্থ্যবান।

জানা যায়, ১৯৪১ সালে সর্বশেষ পালিত কোনো হাতি যমজ সন্তানের জন্ম দিয়েছিল দেশটিতে।

সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব অ্যানিমেলস অ্যাব্রড জানিয়েছে, হাতির যমজ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা মাত্র ১ শতাংশ। আর বন্য আফ্রিকান হাতির মধ্যেই যমজ জন্ম দেওয়ার ঘটনা বেশি বলেও জানাচ্ছে তারা।

সংস্থাটি বলছে, একটি আফ্রিকান হাতি সারা জীবনে চার থেকে পাঁচটি সন্তানের জন্ম দিতে পারে। আবার কিছু কিছু হাতি ২২ মাস পর্যন্ত গর্ভবতী থাকতে পারে।

আরও পড়ুন


দেশে আসল ফাইজারের আরও ১০ লাখ টিকা

মুক্তিযুদ্ধের সময়ে ‘দাদা ভাই’য়ের লেখা হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন আর নেই

দেশে পৌঁছেছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ


NEWS24.TV / কামরুল