আকরাম খান

আপাতত টেস্ট না খেলার সিদ্ধান্ত মুস্তাফিজের

Other

বায়োবাবলের ক্লান্তি এড়াতে আপাতত টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুস্তাফিজুর রহমান। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন সাদা পোষাকে। গণমাধ্যমকে মুস্তাফিজের এই ইচ্ছার কথা জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পাশপাশি জানিয়েছেন নতুম চুক্তিতে ক্রিকেটারদের বেতন বেড়েছে ১৫ থেকে ৩৫ শতাংশ।

 

আপাতত টেস্টে দেখা যাচ্ছে না মুস্তাফিজুর রহমানকে। বায়োবাবলের ক্লান্তি এড়াতে বিসিবির কাছে টেস্ট খেলতে নিজের অপারগতা প্রকাশ করেছেন কাটার মাস্টার। জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই ফিরবেন সাদা পোষাকে।

বুধবার ক্রিকেটারদের সেন্ট্রাল কন্ট্রাক্ট প্রকাশের পর সাদা পোষাকের চুক্তিতে মুস্তাফিজের না থাকা কৌতুহল বাড়ায় ক্রিকেট পাড়ায়।

ক্রিকেট অপরাশেন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন ফিজের চাওয়াকে সম্মান জানাতেই বিসিবির এই সিদ্ধান্ত।

চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাটা এবার ২৪। সাদা বল ও লাল বলের দুই ক্যাটাগরি ছেড়ে এবার চুক্তি করা হয়েছে ফরম্যাটভিত্তিক। ক্রিকেটারদের উৎসাহ যোগানোই যার লক্ষ্য।

এবারও গ্রেডিং করে বেতন নির্ধারণ করা হয়েছে ক্রিকেটারদের। যেখানে এ প্লাস গ্রেডের একজন ক্রিকেটারের মাসিক বেতন আট লাখ টাকার উপরে। পাশপাশি বেতন বাড়ানো হয়েছে বাকিদেরও।

news24bd.tv/আলী