ভৈরব চেম্বারের সাবেক সভাপতি কাজী মতিউর রহমান আর নেই

ভৈরব চেম্বারের সাবেক সভাপতি কাজী মতিউর রহমান আর নেই

Other

কিশোরগঞ্জের ভৈরব চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও ভৈরবের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী মতিউর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বার্ধক্যজনিত কারণে ভৈরবের ঘোড়াকান্দা এলাকার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মরহুম আলহাজ্ব কাজী মতিউর রহমান, স্ত্রী, ৪ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৮ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় ভৈরব কে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আলহাজ্ব কাজী মতিউর রহমানের মরদেহ ভৈরবপুর কবরস্থানে দাফন করা হয়।  


বিয়ে ছাড়াই আবারও মা হচ্ছেন কাইলি জেনার

বলিউড পরিচালক বিশাল ভরদ্বাজের প্রস্তাবে মিমের না!

দেশমাতা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন


মরহুমের আত্নার আত্নার মাগফেরাত কামনায় জানাজায় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.রফিকুল ইসলাম, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি হুমায়ূন কবীর, ভৈরব শহর আওয়ামীলীগের সভাপতি এস. এম বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

এর আগে ভৈরব রোটারি ক্লাব ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আলহাজ্ব কাজী মতিউর রহমানের কফিনে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

তিনি ভৈরব রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক ও ভৈরব চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মাসউদ-উর রহমান রনি’র পিতা।

news24bd.tv/আলী