তথ্য-প্রযুক্তি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

তথ্য-প্রযুক্তি মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার

অনলাইন ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় খালাস পেলেন সাংবাদিক প্রবীর শিকদার।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে তাকে খালাস দেন। সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক প্রবীর শিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।

 

এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। ওই রাতেই গ্রেপ্তার হন প্রবীর সিকদার। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। একই বছরের ১৯ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।

NEWS24.TV / কেআই