ভেনিস চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলো 'হ্যাপেনিং'

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাজিমাত করলো 'হ্যাপেনিং'

অনলাইন ডেস্ক

১৯৬০ এর দশকে অবৈধ গর্ভপাত নিয়ে বানানো ফরাসি ছবি 'হ্যাপেনিং' জিতে নিল ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরষ্কার গোল্ডেন লায়ন। ছবিটির পরিচালক অড্রে ডিবান।  

অ্যানি আরনাক্সের লেখা একই নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ‘হ্যাপেনিং’ ছবিতে অভিনয় করেছেন অ্যানামারিয়া বার্তোলোমেই ও লনা বাজরামি।

২০০০ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।

এছাড়া ‘প্যারালাল মাদার’ ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন স্প্যানিশ তারকা পেনেলোপে ক্রুজ। ‘অন দ্য জব : দ্য মিসিং এইট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জন আর্চিলা।  

আরও পড়ুন:

ডায়োজিনিস দ্য সিনিক হতে পারেন আমাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত!

দীর্ঘ ১৮ মাস পর খুললো স্কুল-কলেজ

কানাডায় ৯/১১ এর বিশ বছর অতিক্রম নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

বাউল সম্রাট শাহ্ আব্দুল করিমের ১২তম মৃত্যুবার্ষিকী আজ


গ্রান্ড জুরি পুরস্কার পেয়েছে ইতালিয়ান পরিচালক পাওলো সরেত্তিনোর ‌‘দ্য হ্যান্ড অব গড’, সেরা পরিচালক ক্যাটাগরিতে সিলভার লায়ন পেয়েছেন জেন চ্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন ম্যাগি গিলেনহাল (দ্য লস্ট ডটার), সেরা জুরি পুরস্কার জিতেছে ইল বুকো (পরিচালক মিশেল্যাঞ্জেলো ফ্রামার্তিনো), সেরা অভিনেতা /অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন ‘দ্য হ্যান্ড অব গড’র অভিনেতা ফিলিপ্পো স্কত্তি।

news24bd.tv/ নকিব