চুলে রং করছেন? যে ৩টি বিষয় খেয়াল রাখা জরুরি

চুলে রং করছেন? যে ৩টি বিষয় খেয়াল রাখা জরুরি

অনলাইন ডেস্ক

বাড়িতে নিজেই যদি হেয়ার কালার করতে চান, যেসব বিষয় খেয়াল রাখবেন জেনে নিন।  

১) চুল রং করা একটু কঠিন কাজ মনে হলেও, আদতে কিন্তু অতটা কঠিন নয়। রং করার সময় মিশ্রণটি ঠিকমতো হবে তো, এইটা ভাবছেন কি? এখন কিন্তু বাজার চলতি অনেক রং সরাসরিই ব্যবহার করা যায়, আলাদা করে মিশ্রণ বানিয়ে নিতে হয় না।

২) আপনি কি ভাবছেন চুল ও মাথার ত্বকের জন্য কোন রং ভাল সেটা কেবল সালোঁর লোকেরাই বোঝেন? নিজেও অনায়াসে এই কাজটি করতে পারেন।

হেয়ার কালার কেনার আগে দেখে নিন কী কী উপাদান দিয়ে রংটি তৈরি। রাসায়নিক কোনও উপাদান থাকলে এড়িয়ে যান। ভেষজ উপাদান সমৃদ্ধ রং বেছে নিন। বরং সালোঁতে সাধারণত অ্যামোনিয়াযুক্ত রং ব্যবহার করা হয়।

আরও পড়ুন: 


আজকের রাশিফল, কী আছে ভাগ্যে জেনে নিন

ঢাকার যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ থাকবে

আইপিএলের সেরা যে তিন রেকর্ড আজও কেউ ভাঙতে পারেননি

মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪


৩) চুলের শেষ প্রান্ত পর্যন্ত রং ঠিকভাবে পৌঁছচ্ছে না? বাড়িতে চিরুনি তো আছেই! চিরুনি দিয়ে চুলের ডগা পর্যন্ত ভাল করে আঁচড়ে তারপর কালার করে দেখুন। পুরো চুলটাই ঠিক ভাবে রং করতে পারবেন।

news24bd.tv রিমু 

এই রকম আরও টপিক