সঠিক নীতিমালায় ই-কমার্স সংকট কেটে যাবে: মসিক মেয়র

সঠিক নীতিমালায় ই-কমার্স সংকট কেটে যাবে: মসিক মেয়র

Other

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ‘ই-কমার্স ব্যবসা নিয়ে সম্প্রতি আমাদের যে সংকট তৈরি হয়েছে তা বেশি দিন থাকবে না। কারণ সরকার ই-কমার্সকে টেকসই করতে কাজ করছে। সঠিক নীতি মালার মাধ্যমে এ সংকট কেটে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্রুততম সময়েই ই-কমার্সের গ্রাহক এবং বিক্রেতার জন্য নিরাপদ পরিবেশ গড়ে উঠবে।

আরও পড়ুন:


অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

ছাত্রকে যৌন হয়রানি ২৭ বছরের তরুণীর, ২০ বছরের কারাদণ্ড

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


আজ শনিবার বেলা ১১টায় ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ই-কমার্স ক্লাব ময়মনসিংহ আয়োজিত ইসিএম আনন্দ উৎসব ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের পক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কান্তি বসাক। ময়মনসিংহ ই-কমার্স ক্লাবের গ্রুপ ক্রিয়েটর এবি এম ফজলে রানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা আইনুন নাহার, সাংবাদিক নিয়ামুল কবির সজল, ময়মনসিংহ ই-কমার্স ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ প্রমুখ।

 

NEWS24.TV / কামরুল