ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ২জনের মৃত্যু

ঝিনাইদহে ২৪ ঘন্টায় করোনা উপসর্গে ২জনের মৃত্যু

Other

বেশ কয়েকদিন পর ঝিনাইদহে গত ২৪ ঘটায় করোনা উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৭জন। জেলায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেকটায় কমে গেছে। তবে সুস্থতার হার বেড়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত ২৪ ঘটায় ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ২জন মারা গেছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৬৫ জনে দাঁড়াল।  

এদের মধ্যে সব চেয়ে বেশি মৃত্যু হয়েছে সদরে ২১৪, শৈলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৯, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৭ ও মহশপুরে ৭ জন।

আরও পড়ুন:


তৃতীয় স্বামীর কাছ থেকে মুক্তি পেতে মামলা করলেন শ্রাবন্তী

কুড়িগ্রামে ধর্ষণ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

অবশেষে ফুঁ দিয়ে আগুন ধরানো সেই সাধুবাবা গ্রেপ্তার

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?


আজ রোববার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ১৩৩ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২৭ জনের পজেটিভ এসেছে।

আক্রান্তের হার ২০.৩০% ভাগ।  

এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালা ৯,৩২২ জন। এছাড়াও করোনার সাথে লড়াই করে নতুন ২জনসহ মোট জেলায় সুস্থ হয়েছে ৮৩৯৭জন।  

ঝিনাইদহ সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার শামীম আরা জানান, বর্তমানে সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ০৭ ও আইসোলেশনে ৩জন রয়েছে এবং উপজলাগুলিতে মোট ভর্তি ২০জন।  

NEWS24.TV / কামরুল