সৌদি প্রবাসী স্বামীকে তালাক না দিয়ে ফ্রান্স প্রবাসীকে দ্বিতীয় বিয়ে আ.লীগ নেত্রীর

সৌদি প্রবাসী স্বামীকে তালাক না দিয়ে ফ্রান্স প্রবাসীকে দ্বিতীয় বিয়ে আ.লীগ নেত্রীর

অনলাইন ডেস্ক

প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নেওয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ এনে নারী আ.লীগ নেত্রী তাহমিনা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামী ও তার স্বজনরা। তাহমিনা নরসিংদী জেলা নারী আ.লীগের কার্যকরী সদস্য।

শনিবার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার জানান, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেওয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা।  

পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

আরও পড়ুন:


বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের

নির্বাচন নির্বাচন খেলা আর হবে না: মির্জা ফখরুল

রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ হত্যায় আরও দুইজন গ্রেপ্তার

প্রবাসীদের জন্য নতুন যে নির্দেশনা দিয়েছে সৌদি সরকার


 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারী আ.লীগ নেত্রী তাহমিনা বেগম বলেন, এরা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটাচ্ছে।

 news24bd.tv/আলী