ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু

অনলাইন ডেস্ক

আগামী ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ।

তিনি বলেন, করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ১৭ অক্টোবর থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে।

শিক্ষার্থীদের ক্লাস এবং ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

আরও পড়ুন:


৬৮ বছর পর রাষ্ট্রীয় বিমান এয়ার ইন্ডিয়া আবারও কিনলো টাটা সন্স

বিশ্রামে সতেজ হওয়ার চেষ্টা

উত্তেজিত হয়েই এলোমেলোভাবে ৬ ছাত্রের চুল কেটে দেন সেই মাদরাসা শিক্ষক

কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড আরজে নিরব!


এর আগে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার এবং ৫ অক্টোবর হলসমূহ খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী ১০ অক্টোবর সব বর্ষের জন্য হল খোলার সিদ্ধান্ত নেয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

news24bd.tv রিমু

এই রকম আরও টপিক