শর্তসাপেক্ষে হলে প্রবেশ করতে পারছেন ঢাবি শিক্ষার্থীরা

শর্তসাপেক্ষে হলে প্রবেশ করতে পারছেন ঢাবি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো।  

আজ রবিবার (১০ অক্টোবর) দ্বিতীয় ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নেওয়ার কার্ড এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখানোর শর্তে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর আগে গত মঙ্গলবার (৫ অক্টোবর) স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে ওঠেন।

স্বাস্থ্যবিধি মেনে হলের গেটেই হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আবদুল বাছির।

এছাড়া হলে ঢোকার আগে শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আগামী ১৭ অক্টোবর থেকে সব বিভাগ ও ইনস্টিটিউটে সশরীরে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেই খুলে দেওয়া হল আবাসিক হল।

আরও পড়ুন:

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রকোপে গত বছরের ১৮ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও সেসময় বন্ধ ঘোষণা করা হয়।

news24bd.tv/ নকিব