বিতর্কিত পাকিস্তান দল নিয়ে প্রশ্ন ইনজামামের

বিতর্কিত পাকিস্তান দল নিয়ে প্রশ্ন ইনজামামের

অনলাইন ডেস্ক

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল নির্বাচন নিয়ে নির্বাচকদের কড়া সমালোচনা করেছেন ইনজামাম-উল-হক। সরফরাজ আহমেদকে দলে ফেরানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিশ্বকাপের জন্য ঘোষিত প্রথম ধাপের দলে ছিলেন না সরফরাজ। পরবর্তীতে শুক্রবার দলে তিনটি পরিবর্তন করা হয়, যার একটি সরফরাজ আহমেদকে দলে ফেরানো।

আরও ডাক পেয়েছেন হায়দার আলি ও ফখর জামান।

ইনজামাম প্রশ্ন তুলেছেন সরফরাজের দলে জায়গা পাওয়া নিয়ে। দুই বছর ধরেই পাকিস্তানের নিয়মিত কিপিং করে আসছেন রিজওয়ান। তাই রিজওয়ান সুস্থ থাকলে সরফরাজের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

তাই ইনজামাম মনে করেন, খেলানো না হলে একজন বাড়তি খেলোয়াড় দলের সঙ্গে বয়ে নিয়ে বেড়ানোর কোন মানে নেই। নিজের ইউটিউব চ্যানেলের এক আলাপচারিতায় এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন:

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


তিনি বলেন, নির্বাচক কমিটি যদি পারফরম্যান্সের ভিত্তিতে দল নির্বাচন করতে চায়, তাহলে খেলোয়াড়দের বয়স এবং অন্যান্য বিষয় ভুলে যেতে হবে। সরফরাজকে খেলানো না হলে কেন তাকে বিশ্বকাপে নিয়ে যাওয়া হচ্ছে! সে একজন সম্মানিত সাবেক অধিনায়ক। তাকে দলে নিয়ে না খেলানোর কোন মানেই হয় না।

news24bd.tv/ নকিব