৭ দিনে ১০৬ জেলের জেল-জরিমানা : ৮৩৩ কেজি ইলিশ জব্দ
বরিশালে মা ইলিশ রক্ষা অভিযান

৭ দিনে ১০৬ জেলের জেল-জরিমানা : ৮৩৩ কেজি ইলিশ জব্দ

Other

বরিশালে গত ৭ দিনে মা ইলিশ রক্ষা অভিযানে ১০৬ জন জেলেকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ সহ প্রায় ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী।  

সব শেষ গতকাল শনিবার বরিশালের বিভিন্ন নদ-নদী থেকে ১১ জন জেলেকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।  

আজ রোববার জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, গত ৪ অক্টোবর থেকে আজ ১০ অক্টোবর সকাল পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং মৎস্য বিভাগের সহায়তায় মোট ৭০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা ও উপজেলা প্রশাসন।

 

আরও পড়ুন:


রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

প্রেমের সম্পর্ক গড়ে ১৩ বছর বয়সী কিশোরীকে দুদিন ধরে ধর্ষণ

নির্বাচন কমিশন নিয়ে রাজনীতিতে আবারও উত্তাপ, যা বলছে বিএনপি-আ.লীগ

পল্লবী থেকে উধাও হওয়া সেই ৩ বান্ধবীকে দেওয়া হল পরিবারের জিম্মায়


এ সময় আটক ১০৬ জন জেলের মধ্যে ৮৮ জনকে ১৫ দিন থেকে সর্বোচ্চ কারাদন্ড এবং ১৮ জনকে ৮৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে জব্দ হওয়া ৮শ’ ৩৩ কেজি মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরন এবং প্রায় ৪ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়।

আজ রোববার বরিশাল সদর উপজেলায় ৭জন আটক করে নৌ পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়নি।

মা ইলিশ রক্ষায় অভিযান চলমান আছে বলে জানিয়েছেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস।  

news24bd.tv/ কামরুল