চিকিৎসা এখন আর কেবল প্রেসক্রিপশন দেয়া নয়

চিকিৎসা এখন আর কেবল প্রেসক্রিপশন দেয়া নয়

Other

স্বাস্থ্য বিষয়ক তথ্য বা জ্ঞান, অত্যন্ত জরুরী একটা  বিষয়। পর্যাপ্ত এবং প্রয়োজনীয়  স্বাস্থ্যজ্ঞান কেবল যে নাগরিককে সুস্থ থাকতে সাহয্য করে তাই নয়, চিকিৎসকের জবাবদিহি নিশ্চিত হয়, রাষ্ট্রের চিকিৎসা ব্যয়ও অনেকাংশে হ্রাস পায়।

অনেক দেশেই চিকিৎসকরা চিকিৎসার শুরুতেই রোগীকে তার অসুস্থতার বিষয়ে পরিপূর্ণ একটা ধারনা দেন, কী ধরনের চিকিৎসা তিনি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন, কোনো ওষুধে  কিংবা পদক্ষেপে কতোটা ঝুঁকি  আছে- তার বিস্তারিত আলোচনা করেন। এগুলো এখন চিকিৎসার অংশ হয়ে গেছে।

যে কোনো অসুস্থতার তাৎক্ষণিক কিছু সতর্কতার প্রয়োজন হয়, সেই সতর্কতা সম্পর্কে সচেতন করার কাজটাও চিকিৎসকরা  সানন্দে করেন। চিকিৎসা এখন আর কেবল প্রেসক্রিপশন দেয়া নয়।


আরও পড়ুন:

একটি পানির বোতলের জন্য জীবন দিলো কিশোর

চট্টগ্রাম আদালত এলাকায় বোমা হামলা মামলার রায় আজ

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

যুবলীগ নেতার সঙ্গে ভিডিও ফাঁস! মামলা তুলে নিতে নারীকে হুমকি


হালনাগাদ স্বাস্থ্য বিষয়ক তথ্য জানা এখন সুস্থ জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। নাগরিকদের এই স্বাস্থ্যবিষয়ক তথ্যে,জ্ঞানে  স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা অনেক দেশেই শুরু হয়েছে।

যিনি চিকিৎসা দেবেন- তাকেও এই জ্ঞানে স্বয়ংসম্পূর্ণ হতে হয়।

লেখাটি শওগাত আলী সাগর-এর ফেসবুক থেকে সংগৃহীত (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/এমি-জান্নাত