ডু-প্লেসি ঝড়ে কলকাতাকে বড় টার্গেট দিলো চেন্নাই

ডু-প্লেসি ঝড়ে কলকাতাকে বড় টার্গেট দিলো চেন্নাই

অনলাইন ডেস্ক

আইপিএলের মহারণে কলকাতা নাইট রাইডার্সকে ১৯৩ রানের টার্গেট দিয়েছে চেন্নাই। ম্যাচে ৫৯ বলে ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। তার এই ইনিংসে ৭টি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন রুতুরাজ গাইকঁদ।

তার এই ইনিংসে তিনটি চার ও একটি ওভার বাউন্ডারি রয়েছে।  

আরও পড়ুন


থেমে-থেমে জ্বর আসছে খালেদা জিয়ার, খাচ্ছেনও খুবই অল্প

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত: রিজভী

যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন মৌসুমী, ভিসা মেলেনি ওমর সানীর

ক্ষমতায় যাওয়ার বিএনপির রঙিন খোয়াব অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে: কাদের


এর আগে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করতে দুর্দান্ত শুরু করে মাহেন্দ্র সিং ধোনির দল।

শুক্রবার (১৫ অক্টোবার) বাংলাদেশ সময় আজ রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

 

কলকাতা একাদশ:

শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, দিনেশ কার্তিক, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, সুনিল নারিন, লুকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিভাম মাভি।

চেন্নাই একাদশ:

রুতুরাজ গাইকঁদ, ফাফ ডু প্লেসি, মঈন আলি, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজলেউড।

news24bd.tv নাজিম