কেরালায় তীব্র বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, অন্তত ১৮ জন নিহত

কেরালায় তীব্র বৃষ্টিপাতে বন্যা-ভূমিধস, অন্তত ১৮ জন নিহত

অনলাইন ডেস্ক

ভারতের রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ হয়েছে অন্তত কয়েক ডজন লোক। খবর হিন্দুস্তান টাইমস।

কেরালা রাজ্যের কোট্টাইয়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে হতাহতের এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়।

বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।  

এছাড়া রাজ্য সরকারের অনুরোধের পর সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছেন। রাজ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সামরিক হেলিকপ্টার প্রস্তুত এবং দক্ষিণাঞ্চলীয় এয়ার কমান্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন:

যে কারণে ইভ্যালির ওয়েবসাইট-অ্যাপ বন্ধ

ঘোড়ার খামারে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে

চীনে পবিত্র কোরআনের অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

স্কাউটদলের অভিযানে দুর্ঘটনা, ১১ জন নিহত


স্থানীয় আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যটিতে, ১৭ ও ১৮ অক্টোবর সারাদিন এবং ১৯ অক্টোবর সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  

এই আবহে মৎসজীবিদের সমুদ্র যেতে নিষেধ করা হচ্ছে। পাহাড়ে ধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এদিকে দুর্যোগে আটকে পড়া মানুষদের সাহায্যার্থে জেলায় জেলায় একাধিক ত্রাণ শিবিরও তৈরি হয়েছে।  

news24bd.tv/ নকিব