৬ উইকেট হারিয়ে ধুঁকছে স্কটল্যান্ড, সাকিবের বিশ্বরেকর্ড

৬ উইকেট হারিয়ে ধুঁকছে স্কটল্যান্ড, সাকিবের বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ ওভার দুই বলে ছয় উইকেট হারিয়ে ৮০ রান করেছে স্কটিশরা।  

মেহেদি হাসান তিনটি, সাকিব দুইটি ও সাইফউদ্দিন একটি উইকেট নেন।  

দলের পক্ষে প্রথম সাফল্য এনে দেন টাইগার পেসার সাইফউদ্দিন।

প্রথম তিন বলে কোনো রান না দেওয়ার পর চতুর্থ বলে স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজাকে পরিষ্কার বোল্ড করেন এ ডানহাতি পেসার। সাত বল খেললেও কোনো রান করতে পারেননি তিনি। এরপর জর্জ মুনসি ও ম্যাথু ক্রসের উইকেট নেন মেহেদি হাসান। পরের দুইটি উইকেট নেন সাকিব।
স্কটিশ শিবিরে আবারো আঘাত হানেন মেহেদি হাসান।

জোড়া সাফল্যে সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের করে নেন।

আরও পড়ুন:


‘পবিত্র কোরআন অবমাননার’ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমার পিছনে কোন রাজনৈতিক বংশের জোর ছিল না: মোদি

ক্যামেরার সামনেই বিরাট-আনুশকার কথা কাটাকাটি!

সরকারের মদদেই পূজা মণ্ডপে কোরআন অবমাননা: ফখরুল


১০৬ উইকেট নিয়ে আজ মাঠে নেমেছিলেন সাকিব। ১০৭ উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা ছিলেন শীর্ষে। জোড়া সাফল্যে সাকিব এখন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারী।  পাশাপাশি আরও কিছু কীর্তিও গড়লেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে সাকিবের উইকেট এখন ৬০০টি। ২৩তম বোলার আর দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে এই অর্জনে নাম লেখালেন সাকিব।

news24bd.tv নাজিম