ভাত কম খেতে হবে- এই পরামর্শ ঠিক আছে৷ কিন্তু এই পরামর্শ একজন চিকিৎসক দিলে এর অর্থ একরকম। কৃষিমন্ত্রী বা অর্থমন্ত্রী বললে তার অর্থ হয় আরেক রকম। চালের মূল্য সহ নানাবিধ দ্রব্যমূল্যের উর্ধগতি যখন সমকালের রেকর্ড ছাড়িয়ে যায় সেই সময়ে এ জাতীয় পরামর্শ উপহাসের মত লাগে।
আজ থেকে বিশ-পঁচিশ বছর আগেও এরকম রসিকতা হজম করতে হয়েছে।
সোশ্যাল মিডিয়া বিভাগের সব লেখার আইনগত ও অন্যান্য সব দায় লেখকের। মতামত লেখকের নিজস্ব, সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv/এমি-জান্নাত