কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত

Other

কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপ খেলা প্রতিযোগিতা।  যা স্থানীয়ভাবে ‘ঝাপান’ খেলা নামে পরিচিত।

বীন আর বাদ্যের তালে সাপুড়ের নাচ গানের সঙ্গে সাপের ফণা তোলা এ খেলা দেখতে ভীড় করেন স্থানীয়রা। কুষ্টিয়ার কুমারখালীর চাঁপাইগাছী বাজার।

 

সকাল পেরুতে না পেরুতেই উৎসুক দর্শকে ভরে যায়। আশপাশের জেলা থেকে সাপ নিয়ে আসেন ১২টি সাপুড়ে দল। কাঠের বাক্স ও মাটির পাত্র থেকে বের করে আনেন একেকটি বিষধর গোখরা সাপ।  

ফোঁস করে ফণা তুলে দাঁড়ায়।

আর চিৎকার দিয়ে উল্লাসে ফেটে পড়ে দর্শক। টেবিলের মতো কাঠের উঁচু মঞ্চে ফণার উচ্চতা মেপে বিজয়ী নির্ধারণ। তবে, জয়-পরাজয় বড় নয় খেলা দেখাতে পেরেই খুশি সাপুড়েরা।

আরও পড়ুন:

বাড়লো লঞ্চ চলাচলের সময়সীমা

বিকেল ৫টায় দেশে ফিরছে টাইগারবাহিনী

পরিবহন ধর্মঘট: বিকল্প বাহনও থামিয়ে দিচ্ছে শ্রমিকরা


গ্রাম বাংলার ঐতিয্যের এরকম খেলা ধরে রাখতে চান আয়োজকরা। রাজবাড়ী জেলার পাঁচু সাপুড়ের সাপ সাড়ে ২৪ ইঞ্চি উঁচু করে ফণা তুলে চ্যাম্পিয়ন হয়।

news24bd.tv নাজিম