ভারতে ১৫ টাকা পর্যন্ত কমছে পেট্রোল-ডিজেলের দাম

ভারতে ১৫ টাকা পর্যন্ত কমছে পেট্রোল-ডিজেলের দাম

অনলাইন ডেস্ক

ভারতের কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপর ৫ রুপি এবং ডিজেলের উপর ১০ রুপি আবগারি শুল্ক প্রত্যাহারের পর দেশটির ২২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো জ্বালানির উপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির কেন্দ্রের পক্ষ থেকে পিআইবি এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির কেন্দ্র জানায়, মহারাষ্ট্র, দিল্লি, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মেঘালয়, আন্দামান ও নিকোবর, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, পাঞ্জাব এবং রাজস্থানে জ্বালানির উপর রাজ্য সরকারের নির্ধারিত ভ্যাট অপরিবর্তিত রাখা হয়েছে।

তবে গ্রাহকদের সুবিধা ২২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ভ্যাট কমালেও ১৪টি রাজ্য এখনও ভ্যাট কমায়নি জ্বালানির উপর।

এই সিদ্ধান্তের ফলে জ্বালানির দাম সবথেকে বেশি কমেছে লাদাখে। সেখানে পেট্রলের দাম কমেছে লিটারে ১৩.৪৩ রুপি এবং ডিজেলের দাম কমেছে ১৯.৬১ রুপি।  

অন্যদিকে দেশটিতে সবচেয়ে বেশি দামে ডিজেল বিক্রি হচ্ছে রাজস্থানে।

রাজ্যটিতে লিটার প্রতি ডিজেলের দাম ৯৫.৭১ রুপি। এরপরই ডিজেলের দাম সবথেকে বেশি অন্ধ্রপ্রদেশে ও মুম্বাইতে। যথাক্রমে এখানে ডিজেলের দাম লিটার পিছু ৯৫.১৮ এবং ৯৪.১৪ রুপি। আর সবচেয়ে কম দামে ডিজেল পাওয়া যাচ্ছে মিজোরাম রাজ্যে, সেখানে লিটারপ্রতি ডিজেলের দাম ৭৯.৫৫ রুপি।

আরও পড়ুন:

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা


news24bd.tv/ নকিব