বগুড়ায় ট্রাক চাপায় শিক্ষার্থীসহ নিহত ২

বগুড়ায় ট্রাক চাপায় শিক্ষার্থীসহ নিহত ২

Other

বগুড়ায় দুপচাঁচিয়ায় মিনি ট্রাকের চাপায় শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মোলামগাড়ী সড়কের কাথাহালী এলাকায় ঘটে।  

নিহতরা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান সাগর ও ভ্যানচালক আশিক (২০)।

আহতরা হলেন শ্রাবণ (১৯) ও মোস্তফা কামাল (৫৫)।  

এদের মধ্যে শ্রাবণ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর মোস্তাফা কামাল দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। হতাহত সবাই দুপচাঁচিয়া উপেজলার বাসিন্দা।

বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাছান আলী জানান, আশিকের অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন সাগর, ভ্যানটিতে আরও তিনজন যাত্রী ছিলেন। পথে কাথাহালী এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে গেলে যাত্রীরা সড়কে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

আরও পড়ুন


তিন শিশুপুত্রর মুখে বিষ দিল বাবা, ১ ছেলের মৃত্যু

বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিল সিনথিয়া


সেখান থেকে গুরুতর আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।  

সাগর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান ও আশিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের লাশ শজিমেকে মর্গে রাখা হয়েছে।

news24bd.tv/ কামরুল