ফাউন্ড্রি শিল্পে বিশাল বিনিয়োগের পরিকল্পনা স্যামসাং এর

ফাউন্ড্রি শিল্পে বিশাল বিনিয়োগের পরিকল্পনা স্যামসাং এর

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফাউন্ড্রি শিল্পে ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।  

সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান লি জাই-ইয়ং। হোয়াইট হাউজের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক শেষে পরিকল্পনা চূড়ান্ত করবেন স্যামসাংয়ের এ শীর্ষকর্তা।

আরও পড়ুন:

নতুন যুগে প্রবেশ করছে আকাশ যোগাযোগব্যবস্থা

২ সালের ৩০ জুন খুলে দেওয়া হবে পদ্মাসেতু: মন্ত্রিপরিষদ সচিব

এছাড়াও সেখানে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

তবে কাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তা স্পষ্ট না হলেও যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলারের ফাউন্ড্রি বিনিয়োগ পরিকল্পনার কথা জানান ইয়ং। চিপের সরবরাহ চেইনে চলমান বৈশ্বিক সংকট নিরসনে স্যামসাং কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য হোয়াইট হাউজের আমন্ত্রণ পান স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান।

 news24bd.tv/এমি-জান্নাত