পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান। আজ শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচটি। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বাংলাদেশের কাছে এটিই শেষ সুযোগ। কারণ এর আগে প্রথম টেস্ট এবং মিরপুরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও হার দেখেছিল টাইগাররা।

দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগের টেস্টের স্কোয়াডে না থাকলে এই ম্যাচের একাদশে ফিরছেন তিনি। এছাড়া অভিষেক হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের।

 

এদিকে সম্ভাবনা থাকলেও ফেরেননি তাসকিন আহমেদ। প্রথম টেস্টের একাদশে থাকা পেসার আবু জায়েদ রাহীও বাদ পড়েছেন এই ম্যাচে। তার জায়গায় ঢুকেছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, এবাদত হোসেন।

আরও পড়ুন


সীমান্তে সারাদিন অপেক্ষা করেও দেখা পেল না ভারতীয় স্বজনদের

news24bd.tv এসএম