সিএনএনের সংবাদ উপস্থাপক বরখাস্ত

সিএনএনের সংবাদ উপস্থাপক বরখাস্ত

Online Desk

সিএনএনের সংবাদ উপস্থাপক ক্রিস কুমোকে বরখাস্ত করা হয়েছে। বড় ভাই নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে যৌন নিপীড়নের মামলা লড়তে সহযোগিতা করায় তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে মার্কিন এই সংবাদমাধ্যমটি ।  

রোববার বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভাইকে যৌন কেলেঙ্কারির মামলা থেকে বাঁচাতে নেপথ্যে ক্রিস চেষ্টা চালাচ্ছেন এই অভিযোগ ওঠার পর গত মঙ্গলবারই তাঁকে সাময়িক বরখাস্ত করে সিএনএন।

প্রতিষ্ঠানটি বলছে, ক্রিস তাঁর ভাইকে যে ধরনের পরামর্শ দিয়েছেন, তা সাংবাদিকতার নীতিবিরোধী। গত আগস্টে ১১ নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর পদত্যাগ করতে বাধ্য হন কুমো।

এই কেলেঙ্কারীতে সাহায্য করার জন্য আড়ালে থেকে তার ভূমিকা প্রকাশের পর মঙ্গলবার ক্রিস কুমোকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন:

চট্টগ্রামেও হাফ ভাড়া নেওয়ার ঘোষণা

তবে শুরু থেকে যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করে আসছেন নিউইয়র্কের সাবেক এই গভর্নর।

তার  দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

ক্রিস কুমো ২০১৩ সাল থেকে নেটওয়ার্কের জন্য কাজ করেন এবং এর স্বীকৃত সংবাদ উপস্থাপকদের একজন হয়ে উঠেছেন। সম্প্রতি 2২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সিএনএন এর কভারেজের নেতৃত্ও দিয়েছেন তিনি।

 news24bd.tv/এমি-জান্নাত