ছয় শিক্ষার্থী হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আ.লীগের মনোনয়ন বাতিল

৬ শিক্ষার্থী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ছয় শিক্ষার্থী হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আ.লীগের মনোনয়ন বাতিল

Other

সাভারের আমিনবাজারে ছয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া এক ইউপি চেয়ারম্যানকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার পরপরই আবার তা বাতিল করা হয়েছে।

শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অসাবধানতাবশত ভুল হওয়ার বিষয়টি জানানো হয়। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে সাভারের ১১টি ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীদের তালিকাও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যেখানে আমিনবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নৌকার মনোনয়ন দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৪টায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় অসাবধানতাবশত একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর পরিবর্তে ভুল নাম লিপিবদ্ধ হয়। আমিনবাজার ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রাকিব হোসেন।

প্রসঙ্গত, ২০১১ সালে সাভারের আমিনবাজার ইউনিয়নে ডাকাত আখ্যা দিয়ে ৬ শিক্ষার্থী পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় দায়েরকৃত মামলার ১০ বছর ২ ডিসেম্বর আমিনবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুন


‘টেবিলের ওপর সিল মারতে হবে, বিরুদ্ধে গেলে পেটানো হবে’

news24bd.tv এসএম