ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে :ডিপজল

ফাইল ছবি

ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে :ডিপজল

অনলাইন ডেস্ক

ঢালিউড অভিনেতা ও ঢাকাই ছবির ডেঞ্জারম্যান খ্যাত মনোয়ার হোসেন ডিপজল ঘোষণা দিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় প্রথমবারের মতো ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন এই অভিনেতা । শনিবার (১ জানুয়ারি) থেকে 'জিম্মি'র শুটিং শুরু করেছেন এই ডেঞ্জার ম্যান।

ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ডিপজল বলেন, আমি পুরোটাই চলচ্চিত্রের মানুষ।

চলচ্চিত্রই আমার ধ্যানজ্ঞান। এর বাইরে অন্যকিছু ভাবি না। তাই বলে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েবসিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন।
আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমরাও যে বিশ্বমানের ওয়েবসিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই।

এদিকে ওয়েবসিরিজে অভিনয় নিয়ে ঢাকাই ছবির ডেঞ্জারম্যান জানিয়েছেন ,কোনো কিছু অগ্রিম বলা ঠিক না। কথা দিয়ে যদি কথা রাখতে না পারি তখন বিষয়টা ভালো দেখায় না। বছরের প্রথম দিন ওয়েবসিরিজ শুরু করলাম। ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে। বাকি সব আল্লাহর উপর।

আরও পড়ুন:

নববর্ষের ভাষণে চীনকে সতর্ক করলেন তাইওয়ানের প্রেসিডেন্ট

সুদানে আরও চার বিক্ষোভকারী নিহত

মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৬ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এর পর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে প্রযোজক হিসেবেও বেশ পরিচিত ডিপজল।

news24bd.tv/আলী