আজব এক গ্রামের ‍‌‌‍‘রীতি’ এটি

আজব এক গ্রামের ‍‌‌‍‘রীতি’ এটি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আজব এক গ্রামের কথা শুনুন। যে গ্রামে নারীদের ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হলে তাদের অন্যত্র রাখা হয়। এখানে এটিকে নিষিদ্ধ বিষয় বলে মনে করা হয়।

ভারতের ছত্তিশগড় এরকমই একটি গ্রাম।

আজও গ্রামবাসী পূর্ব পুরুষদের রেখে যাওয়া এই রীতিকে মেনে চলেছে।

জানা গেছে, এই গ্রামের নারীদের পিরিয়ড হলে বাড়ির বাইরে একটি ঘর বানিয়ে রাখা হয়। সেখানে মেয়েরা একা থাকে।

বনচল সীতাগাঁওয়ের মেয়েদের পিরিয়ড হলে পাঠিয়ে দেওয়া হয় গ্রামের বাইরের একটি বাড়িতে।

যতদিন না পিরিয়ড শেষ হচ্ছে, ততদিন তারা সেই বাড়িতেই একা রাত কাটান। মেয়েদের সেই বাড়িতে যাওয়ার ইচ্ছা না থাকলেও, তাদের ‘‌ঈশ্বরের ক্রোধ’‌-এই ভয় দেখিয়ে রীতিমতো জোর করে পাঠানো হয়।

আজব ওই গ্রামের এক কিশোরী বলে, ‘‌পিরিয়ডের সময় আমরা গ্রামের বাইরের বাড়িতে থাকি। আমাদের ঘরে ভগবানের মূর্তি রয়েছে, তাই সেই সময় সেখানে থাকতে নেই। ’‌ 

গ্রামবাসী দীর্ঘদিন ধরে এই কুসংস্কার মেনে চলেছেন।

স্বাস্থ্যদপ্তরের মুখ্য মেডিক্যাল অফিসার ডা. মিথিলেশ চৌধুরি জানান, পিরিয়ড নিয়ে বহু জনসচেতনতামূলক প্রচার করা হয়েছে। কিন্তু তবুও কিছু গ্রাম এখনও পুরনো নিয়ম-রীতি মেনে চলছে। এমনকী তারা প্যাডও ব্যবহার করে না। তবে কীভাবে তাদের এ বিষয়ে আধুনিক করে তোলা যায় এবং পিরিয়ড নিয়ে স্বাস্থ্য সচেতন করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর