পাকিস্তানে ভারী তুষারপাতে যানবাহন আটকে ২২ পর্যটকের মৃত্যু

ছবি: দ্যা গার্ডিয়ান

পাকিস্তানে ভারী তুষারপাতে যানবাহন আটকে ২২ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ভারী তুষারপাতে শিশুসহ অন্তত ২২ জন মারা গেছেন। পাকিস্তানের উত্তরাঞ্চলে পাহাড়ের চূড়ার শহর মুরিতে শীতকালীন তুষারপাত দেখতে আসা পর্যটকদের অন্তত এক হাজার যানবাহন আটকা পড়ে। এরপর শনিবার ভারী তুষারপাত হয়। ভারী তুষারপাতের কারণে নিজেদের যানবাহনে আটকা পড়ে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের একজন সদস্য, তার স্ত্রী এবং ছয় সন্তান গাড়িতে আটকা পড়ে মারা গেছেন। আরেক পরিবারের পাঁচজন সদস্যও নিহত হয়েছেন। সেনাবাহিনী সেখানকার রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে।

যারা গাড়িতে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধার করছে সেনাবাহিনী।

এতে আরও বলা হয়েছে, পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তুষারপাতে ঘুরতে যাওয়ার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এটি দেখে অন্যরাও সেখানে ঘুরতে যেতে উদ্বুদ্ধ হয়েছে।

আরও পড়ুন:


 

ইথিওপিয়ায় বিমান হামলায় ৫৬ জনের মৃত্যু


পুলিশ বলছে, ছয়জন তাদের গাড়িতে বরফে জমে গিয়ে মারা গেছে।

একপর্যায়ে ওই এলাকাকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে দেশটির সরকার।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় মুরিতে আটকা পড়া পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আরবওয়েদ্যার।  

news24bd.tv রিমু