কোয়ারেন্টিনে থাকার সময় কমলো

সংগৃহীত ছবি

কোয়ারেন্টিনে থাকার সময় কমলো

অনলাইন ডেস্ক

আগে করোনা আক্রান্তদের ১৪  কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা ছিলো। তবে সেই সময় কমিয়ে এখন ১০ দিন করা হয়েছে।

করোনা আক্রান্ত হলে ১০ দিন কোয়ারেন্টিনে থাকলেই হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

আজ রোববার দুপুরে করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এ কথা জানান।

নাজমুল ইসলাম বলেন, জ্বর ভালো হয়ে গেলে এবং উপসর্গগুলো চলে যাওয়ার ১০ দিন পরে আবার কাজে ফিরে যাবেন। আগে শর্ত অনুযায়ী আরটি-পিসিআর সনদ নিয়ে যেতে হলেও সেটি আপাতত আমরা স্থগিত রাখছি।

আরও পড়ুন:

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

তিনি আরও বলেন, সবাই ওমিক্রনের উপসর্গ নিয়ে কথা বলছে। এগুলো হলো হলো- নাক দিয়ে পানি পড়া, মাথা ব্যথা, অবসন্নতা, হাঁচি, গলা ব্যথা ও কাশি।

এই উপসর্গগুলো  দেখা দিলে পরীক্ষা করাতে হবে। ঠাণ্ডা লেগে গলা ভেঙে গেলে বা কাঁপুনি দিয়ে জ্বর আসলেও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত, পাশাপাশি এ কথাও বলেন নাজমুল ইসলাম।

news24bd.tv/এমি-জান্নাত