শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা কাল

সংগৃহীত ছবি

শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা কাল

শাহ্ আলী জয়

শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা আসছে আগামীকাল। পটুয়াখালির পায়রায় দেশের সবচেয়ে বড় ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র উদ্বোধনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ এর সুবিধা পাওয়ায় সারা দেশের অনেকের মত বদলে গেছে এখানকার মানুষের জীবন যাত্রার ধরণ।

সন্ধ্যা হওয়ার কিছু আগে রাঙাবালী উপজেলা সদরের বাজারে আবু বকর সিদ্দিকীর দোকানে জ্বলে উঠলো বৈদ্যুতিক বাতি।

 কারণ একটু পরেই চায়ের পেয়ালায় চুমুক দিতে এখানে ছুটে আসবেন এলাকার মানুষ।  কয়েকমাস আগেও এখানে এমন দৃশ্য কল্পনা করা যেতো না। কিছু জায়গায় সৌর বিদ্যুৎ থাকলেও সন্ধ্যার পর পুরো এলাকাই ডুবে থাকতো অন্ধকারে।

এই বাজারে এখন ইলেকট্রনিক পণ্যও বিক্রি হয়।

অন্য ব্যাবসায়ীরা জানালেন, আগের চেয়ে ব্যবসা করাও এখন অনেক সহজ হয়েছে।

পটুয়াখালীর মূল ভুখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম এই উপজেলার ২৫ হাজার গ্রাহকের জন্য ২৬০ কোটি টাকা ব্যয়ে তেঁতুলিয়া ও বুড়া গৌড়াঙ্গ নদীর তলদেশে ৬ কিলোমিটার ৩৩ হাজার ভোল্ট ও গলাচিপা নদীর তলদেশ দিয়ে ৫ কিলোমিটার ১১ হাজার ভোল্টের সাবমেরিন কেবল টানা হয়েছে।

শুধু রাঙাবালীর মত দুর্গম দ্বীপেই নয়, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সন্দীপ, নিঝুম দ্বীপ কিংবা দুর্গম পার্বত্য এলাকায় পৌঁছে গেছে বিদ্যুত। এই কর্মযজ্ঞের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম বলে মনে করেন অর্থনীতিবিদরা।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

news24bd.tv রিমু