লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী হত্যার দায়ে স্বামী বশির উদ্দিনের আমৃত্যু কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। বুধবার (২৩ মার্চ) ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে রামগতি উপজেলার দক্ষিণ টুমচর আদর্শ গ্রামে মমতাজ বেগমকে কুপিয়ে হত্যা করে তার স্বামী।

এ সময় পাশ্ববর্তী সয়াবিন ক্ষেতে তার মরদেহ ফেলে রাখে। পরে ২৬ ফেব্রুয়ারি নিহতের ভাই মো. জসীম বাদী হয়ে মমতাজের স্বামী বশিরকে আসামি করে রামগতি থানায় মামলা করে। পুলিশ ১৪ জানুয়ারি ২০১৭ সালে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে আদালত আজ এ রায় দেন।
পরে সাজাপ্রাপ্তকে কারাগারে পাঠায় পুলিশ।

লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায় নিউজ টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/ কামরুল