মিরাজ স্পিনে ক্যারিবীয় টপ অর্ডার বিধ্বস্ত

ছবি সংগৃহীত

মিরাজ স্পিনে ক্যারিবীয় টপ অর্ডার বিধ্বস্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে আগে বোলিং করার। বোলিংয়ে এসে টাইগার বোলাররা শুরু থেকেই চাপে রেখেছে ক্যারিবীয়দের।

ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে ক্যারিবীয় ওপেনার চন্দরপল হেমরাজকে ফেরান মেহেদী মিরাজ। ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ দেন মোহাম্মদ মিঠুনের হাতে।

এরপর ১৩ ওভার ৪ বলের সময় আবারও উইকেট নেন মিরাজ। দুই নম্বরে ব্যাট করতে আসা ড্যারেন ব্রাভোকে ব্যক্তিগত ১০ রানের মাথায় করেন বোল্ড। দলীয় সংগ্রহ তখন ২ উইকেটে ৫৭ রান।

ওপেনার শাই হোপের সঙ্গে জুটি গড়ে থিতু হওয়ার চেষ্টায় থাকা স্যামুয়েলসকে ১৯ রানের মাথায় ফেরান রুবেল হোসেনের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া সাইফুদ্দিন।

২২.২ ওভারের মাথায় স্যামুয়েলসের বিদায়ের পরের ওভারে শিমরণ হেটমেয়ারকে ফেরান মিরাজ। হেটমেয়ার ফেরেন রানের খাতা খোলার আগেই। রোভম্যান পাওয়েলও আসেন আর গেলেন। ব্যক্তিগত ১ রানের মাথায় তাকেও ফেরান মিরাজ।
দলীয় ১০০ রান পূর্ণ হবার আগেই নেই ক্যারিবীয়দের ৫ উইকেট। সফরকারীদের এমন যাওয়া আসার মিছিলেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় থাকা শাই হোপ করেছেন অর্ধশত রান।

NEWS24▐ কামরুল


 

সম্পর্কিত খবর