ডক্টরেট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

ফাইল ছবি

ডক্টরেট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বছরের শেষটা ভালই যাচ্ছে জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। একের পর এক অ্যাওয়ার্ড যোগ করছেন নিজের ঝুলিতে। কিছুদিন আগেই মাদার তেরেসা স্মৃতি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ইতিমধ্যে জি সিনে অ্যাওয়ার্ডসে পারফর্ম করেছেন।

পাঁচ মিনিটের এ পারফরম্যান্সের জন্য নাকি ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন প্রিয়াঙ্কা। এদিকে, চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছে প্রিয়াঙ্কার নাম।

এবার সাম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পেলেন তিনি। তাকে এ ডিগ্রি দিয়েছে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত বেরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

 

চলতি বছরের শুরুর দিকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফের কলেজে ফিরে পছন্দের একটি বিষয়ে স্নাতক ডিগ্রি নিতে চান এ অভিনেত্রী। তার সে ইচ্ছে পূরণ হল এবার।  

গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ডা. কেশব কুমারও তাকে সম্মাননা দেন। বর্তমানে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রিয়াঙ্কা। এছাড়া বিভিন্ন জনহিতৈষী কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। লাখো নারীর অনুপ্রেরণা তিনি। এ জন্যই তাকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে বলে জানা গেছে।  

সম্পর্কিত খবর