মাছের চোয়ালে মানুষের দাঁত!

সংগৃহীত ছবি

মাছের চোয়ালে মানুষের দাঁত!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় শিপহেড নামে একটি মাছ পাওয়া গেছে। মাছটির  দাঁত দেখতে অবিকল মানুষের মত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চেস্টারটন হারবার থেকে এই মাছটি ধরেছেন পামেলা হোলব্রুক ও তাঁর স্বামী চাড হোলব্রুক।  

পামেলা পেশায় একজন মেরিন বায়োলজিস্ট।

তিনি জানান, মানুষের দাঁত একটি মাত্র সারিতে থাকে। কিন্তু শিপহেড মাছের দাঁত বেশ কয়েকটি সারিতে বিন্যস্ত।  

মানুষের মতোই তাদেরও ছোটবেলায় ‘দুধে’ দাঁত থাকে, পরে তা পড়ে যায় এবং আবার দাঁত গজায়।  

পামেলা আরো জানান, শিপহেড  একটি বিরল প্রজাতির মাছ।

এদেরকে সমুদ্রের ভেতর থেকে ধরে আনা খুব কঠিন কাজ। এদের মাংসের স্বাদ মুরগির মাংসের মতো সুস্বাদু।

ভেড়ার সঙ্গে মিল থাকার কারণে এই মাছের নাম দেয়া হয়েছে শিপহেড। । এদের দাঁত কেবল মানুষের মতোই নয়, তা বেশ শক্তও ।  মাছগুলো দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতো। তবে এর ভিন্ন প্রজাতিও আছে।

শিপহেড শামুক, ঝিনুক ইত্যাদির শক্ত খোলা চিবিয়ে খায়। এদের সামনের পাটির দাঁত মানুষের মতোই অপেক্ষাকৃত পাতলা, পিছনের দিকের দাঁত মোটা ও ভারী।  

এ মাছগুলোকে ধরতে সর্তক থাকতে হয়, কারণ শিপহেড সুযোগ পেলে মানুষের ওপর হামলা চালাতে মোটেও অপেক্ষা করে না।

সম্পর্কিত খবর