নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত

অনলাইন ডেস্ক

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই ভোটাভুটি হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভিডিও টেলি-কনফারেন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্ত হবেন কিনা- ওঠে সেই প্রশ্ন।

জাতিসংঘে নিযুক্ত রুশ দূত ভ্যাসিলিয়া ন্যাবেঞ্জিয়া ভোটাভুটির প্রস্তাব দেন। জেলেনস্কির ভাষণের পক্ষে সমর্থন জানায় ১৩ সদস্য। এ প্রস্তাবে রাশিয়া বিপক্ষে ভোট দেয়া থেকে বিরত ছিল চীন।

ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবার রাশিয়া বিরোধী অবস্থান নিলো নয়াদিল্লি।

এর আগে ইউক্রেন ইস্যুতে যতবার ভোটাভুটি হয়েছে, তাতে ভারত বিরত ছিল।

রাশিয়ার ওপর ব্যাপক অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক মহল। কিন্তু ভারত কখনোই সমালোচনা করেনি। তবে বারবারই যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। দু’দেশের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের প্রতিও ভারতের সমর্থন ছিল।

news24bd.tv/কামরুল