সেরে উঠছেন ডা. ফ্লোরা

সংগৃহীত ছবি

সেরে উঠছেন ডা. ফ্লোরা

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়ে উঠছেন। সোমবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর।

তিনি বলেন, ‘ডা. ফ্লোরা এখনও লাইফ সাপোর্টে আছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থতার পথে।

তাঁর স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ডা. ফ্লোরা দ্রুত স্থিতিশীল হয়ে উঠছেন। তাঁর পেটের চাপও অনেকটা ভালো। ’

তিনি আরও বলেন, ডা. ফ্লোরাকে চিকিৎসকরা আরও কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

এমনকি পরিকল্পনা অনুযায়ী আজ তাঁর সিটি স্ক্যান করানোর কথা রয়েছে।

২০২০ সালে মহামারি করোনার শুরু সময় প্রতিদিন নির্দিষ্ট সময়ে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে দেশের মানুষের সামনে নিয়মিত করোনার সংক্রান্ত পরিস্থিতি অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন।

news24bd.tv/হারুন