রানির মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা চার্লস

সংগৃহীত ছবি

রানির মৃত্যুতে ব্রিটেনের নতুন রাজা চার্লস

অনলাইন ডেস্ক

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটেনের সিংহাসনে বসতে চলেছেন তার বড় ছেলে চার্লস। রাজতন্ত্রের নিয়মানুযায়ী, ব্রিটেনের নতুন রাজা হতে যাচ্ছেন যুবরাজ চার্লস। ‘কুইন কনসর্ট’ হলেন তার স্ত্রী ক্যামিলা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে চার্লসকে অনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা করা হবে।

লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাকে রাজা ঘোষণা করা হবে। রাজা তৃতীয় চার্লস নামে ব্রিটেন শাসন করবেন তিনি। আজ শুক্রবার নতুন রাজা হিসেবে জনসম্মুখে আসার কথা রয়েছে তার। খবর সিএনএনের।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবর পেতেই স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে ছুটে যান চার্লস। যুবরাজ চার্লসের (৭৩) সঙ্গে তার অন্য তিন ভাই-বোন রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ডও (৫৮) স্কটল্যান্ডে আসেন। সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগান। এরপরই আসে রানির মৃত্যুর খবর।

১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জ মারা গেলে ব্রিটেন শাসনের দায়িত্ব এসে পড়ে রানি দ্বিতীয় এলিজাবেথের কাঁধে। তখন চার্লসের মাথায় ওঠে যুবরাজের মুকুট। নতুন রাজা হওয়ায় তার উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন যাবে চার্লসের বড় ছেলে উলিয়ামের মাথায়।

news24bd.tv/সাব্বির