জয়ার ছবি নিয়ে বিস্ফোরক পোস্ট সিদ্দিকের!

সংগৃহীত ছবি

জয়ার ছবি নিয়ে বিস্ফোরক পোস্ট সিদ্দিকের!

অনলাইন ডেস্ক

ঢালিউড ও টালিউড, দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয় বাংলাদেশের জয়া আহসান। অভিনয়গুণে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। জয়া তার ফেসবুক পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন, যেমনটা তিনি প্রায়ই করে থাকেন। এবারের স্থিরচিত্রগুলো পোস্ট করে জয়া নিস্তব্ধতাকে আলিঙ্গন করার আহ্বান জানিয়েছেন।

কমলা কালারের শীতকালীন পোশাকে একটি সাদা রংয়ের চেয়ারে বসে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া। পায়ে হাইহিল এবং গলায় সোনালী চেন। রঙিন ও মহনীয় ছিল্কী চুলে ক্যামেরার সামনে তার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্তও করেছেন।

তবে পোস্ট করা ছবিগুলো চোখ এড়ায়নি অভিনেতা সিদ্দিকুর রহমানের। জয়া আহসানের সেই ছবি নিয়ে কথা বলেছেন সিদ্দিক।

আজ (বুধবার) সামাজিকে যোগাযোগ মাধ্যমে সিদ্দিক লিখেছেন, শালীনতা (ইংরেজি মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরণ, যার উদ্দেশ্য হল অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা। তবে এর মানদণ্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়। অনেক দেশে, নারীদের পূর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয় এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ। আবার, যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়।

সিদ্দিক আরও লিখেছেন, পৃথিবীর অধিকাংশ দেশেই লোক সম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই...? আমাদের কি করা উচিত....? সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি করে ভাবতে হবে। তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কি পাবে বলুন? শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজও জাতিকে যদি কোন কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন।

এর আগে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের তোপের মুখে পরেছিলেন সিদ্দিকুর রহমান।
news24bd.tv/আলী