ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধস, নিহত ১৪

সংগৃহীত ছবি

ক্যামেরুনে অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে ভূমিধস, নিহত ১৪

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ ক্যামেরুনে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী ইয়াউন্ডার একটি পাহাড়ি এলাকায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অনেকে।  

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বেয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ইয়াউন্ডেতে ৬০ ফুট উঁচু মাটির বাঁধের পাশে ফুটবল মাঠে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় অনেকেই অংশ নিয়েছিলেন। একপর্যায়ে বাঁধটি তাদের ওপর ধসে পড়ে।

গভর্নর নাসেরি পল বেয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে।

২৮ লাখ জনসংখ্যার দেশ ক্যামেরুন আফ্রিকার সবচেয়ে বৃষ্টিপ্রবল দেশ। দেশটি ঘিরে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড়। এর মধ্যে এ বছর ভারি বৃষ্টির কারণে বন্যার কবলে পড়ে ক্যামেরুন। এর ফলে দেশটির বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ।

news24bd.tv/আজিজ