খালেদা জিয়ার বাসার সামনে পুলিশ চেকপোস্ট

সংগৃহীত ছবি

খালেদা জিয়ার বাসার সামনে পুলিশ চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পুলিশ চেকপোস্ট বসায়।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রাত ১০টায় ফিরোজার সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। তিনি বলেন, শর্তসাপেক্ষ মুক্তিতে বেগম জিয়া গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ফিরোজায় থাকছেন।

বাড়ির সামনের রোডের দুইদিকে চেকপোস্ট বসানো হয়েছে।

বিএনপির একটি সূত্রের অভিযোগ, পুলিশের নিয়মিত অভিযান শুরু হয়েছে রাজধানীতে। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার বাড়ির সামনের সড়কের দুইদিকে বাড়তি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদা জিয়ার বাসার সামনে যদি পুলিশ চেকপোস্ট বসায় সেটা তার নিরাপত্তার জন্যেই।

সেটা অবশ্যই ভালো পদক্ষেপ। কারণ যে কোনো সময়ে কোনো বিশৃঙ্খলা ঘটলে সেটার দায় তো সরকারের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক