ক্ষুব্ধ ফরাসিরা যেভাবে মেসির ওপর প্রতিশোধ নিলেন

সংগৃহীত ছবি

ক্ষুব্ধ ফরাসিরা যেভাবে মেসির ওপর প্রতিশোধ নিলেন

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে মাথায় তুলে রেখেছিলেন ফরাসিরা। কিন্তু এখন সেই মেসিই প্যারিসবাসীর ঘোর শত্রু। তার প্রমাণও পাওয়া গেল বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিনের মাথায়।

মেসির জার্সিকে পাপোশ বানিয়ে বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিলেন ফরাসিরা।

ফ্রান্সের এক পানশালায় প্রবেশের মুখে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পিএসজি জার্সিকে বিছিয়ে দিয়েছে পা মোছার জন্য।

গত বছর ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন গোল্ডেন বল পাওয়া মেসি। এরপর থেকে প্যারিসেই বউ-সন্তান নিয়ে তাঁর ঘরবাড়ি। অল্প সময়ের মধ্যে শহরটির অধিবাসীদের মনও জয় করে নেন ৩৫ বছর বয়সী এ তারকা।

আরও পড়ুন: এবার এমবাপ্পের কফিন পোড়াল আর্জেন্টিনা সমর্থকরা

কিন্তু লুসাইল স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে দেয়নি আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেদের টাইব্রেকারে হারিয়ে বহুল আকাঙ্ক্ষিত সোনালি শিরোপা এনে দিয়েছেন তিনি। ফাইনালে জোড়া গোলের পাশাপাশি পেনাল্টি শুটআউটেও জাল খুঁজে নেন মেসি। শেষ হয় তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ারে বিশ্বকাপ জয়ের অপেক্ষা।

তাতেই খেপেছেন প্যারিসবাসী। তারই শোধ নিতে মেসির পিএসজির ‘৩০ নম্বর’ জার্সি পানশালায় ব্যবহার করা হচ্ছে পাপোশ হিসেবে।

পানশালার দরজার মুখে ফ্লোরে বিছিয়ে রাখা মেসির জার্সির ছবিটি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তার ওপরে এক ছোট টেবিলে প্লে-কার্ডের মতো লেখা, ‘প্রবেশের সময় আপনার পা মুছতে ভুলবেন না’।

news24bd.tv/হারুন