জেসিআই ঢাকা সাউথের জেনারেল অ্যাসেম্বলি এবং নতুন কমিটি গঠন

জেসিআই ঢাকা সাউথের জেনারেল অ্যাসেম্বলি এবং নতুন কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি

অনুষ্ঠিত হয়ে গেল জেসিআই ঢাকা সাউথের জেনারেল অ্যাসেম্বলি। এতে ঢাকা সাউথের নতুন লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জাপান অটোর মালিক এবং ঢাকা স্নাইপারস ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা ইকবাল ইলাহি খান।

বুধবার (১১ জানুয়ারি) ইলেকশন কমিশনার কাজী ফাহাদের তত্ত্বাবধানে ইলেকশন অনুষ্ঠিত হয় এবং শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন সেক্রেটারি জেনারেল হিসেবে সারা ফারিহা, জেনারেল লিগাল কাউন্সিল হিসেবে খন্দকার রাজীব হাসান এবং কোষাধ্যক্ষ হিসেবে আনিকা তাসনিম।

এছাড়াও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকছেন নাজ আফরিন ইয়াসমিন এবং জাহিদ হোসেন মারুফ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল দুই আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক, ন্যাশনাল বোর্ডের সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ।

সকল সদস্যদের উদ্দেশ্যে তানভীর হাসান ওরফে ছোট মনির বলেন, প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে যুব সমাজের কল্যাণে সর্বদা জেসিআই ঢাকা সাউথ এর পাশে থেকে সহযোগিতা করবেন। এমন যুব সমাজকে নিয়ে সমাজের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য অনুপ্রেরণা দেন।

জেসিআই একটি নন-প্রফিট ইন্টারন্যাশনাল এবং নন-গভারমেনটাল যুব সংগঠন যার সদস্যদের বয়স সীমা ১৮ থেকে ৪০। এই সংস্থাটি সারা বিশ্বে সমাজকল্যাণমূলক এবং সক্রিয় নাগরিক গড়ে তোলার কার্যকলাপ করে থাকে। জেসিয়াই বাংলাদেশ এরই এক বর্ধিত অংশ এবং ৩৫টি চ্যাপ্টার এর সমন্বয়ে গঠিত। যার মধ্যে জেসিআই ঢাকা সাউথ একটি অন্যতম স্বনামধন্য চ্যাপ্টার।

এই রকম আরও টপিক