কফিনের ভেতর সোনায় মোড়ানো মমির সন্ধান

ছবি- বিবিসি থেকে নেওয়া।

কফিনের ভেতর সোনায় মোড়ানো মমির সন্ধান

অনলাইন ডেস্ক

একটি কফিনের ভেতর থেকে সোনায় মোড়ানো মমির সন্ধান পেয়েছেন মিসরের প্রত্নতাত্ত্বিকরা। কফিনটি ৪ হাজার ৩০০ বছর পর প্রথমবারের মতো খোলা হয়েছে।

যে ব্যক্তির মমি উদ্ধার হয়েছে, তাঁর নাম হেকাশেপেস। মিসরে এ পর্যন্ত রাজপরিবারের বাইরে যতগুলো মমি পাওয়া গেছে তার মধ্যে এ মমি সবচেয়ে প্রাচীন ও পরিপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার মিসরের প্রাচীন এক সমাধি এলাকায় কফিনটি খুঁজে পাওয়া গেছে। খবর- বিবিসির।

কায়রোর দক্ষিণে সাক্কারা সমাধিক্ষেত্রে ৫০ ফুট খাদের নিচে পাওয়া চারটি কবরের একটিতে এ সোনায় মোড়ানো মমি মেলে। প্রাচীন এ সমাধিস্থলে সবচেয়ে বড় যে মমি পাওয়া গেছে, তা খুনুমদজেদেফ নামে এক পুরোহিতের।

আরেকটি মমি মেরি নামে এক ব্যক্তির। তিনি ছিলেন রাজপ্রাসাদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তাঁর উপাধি ছিল 'সিক্রেট কিপার'। এ উপাধির কারণে তিনি বিশেষ ধর্মীয় আচারগুলো পরিচালনা করতে পারতেন।  

অপর কবরটিতে ফেতেক নামে এক বিচারপতি ও লেখককে সমাহিত করা হয়েছিল। কবরটিতে একটি ভাস্কর্যও পাওয়া গেছে। এ ছাড়া কবরগুলোয় মাটির তৈরি পাত্রসহ আরও বিভিন্ন জিনিস পাওয়া গেছে।  

 news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক