অভিনয়ের সময় হঠাৎ চুলকানি, ১৯ শিল্পী হাসপাতালে

সংগৃহীত ছবি

অভিনয়ের সময় হঠাৎ চুলকানি, ১৯ শিল্পী হাসপাতালে

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবাগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে চলছিল মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ’ফলাফল নিম্নচাপ’। নাটকে অভিনয় করার সময় শিল্পীরা খেয়াল করলেন, তাদের দেহে অসহ্য চুলকানি শুরু হয়েছে। কিছুতেই টিকতে না পেরে কেউ কেউ বাথরুমে ঢুকে পানিতে গোসল করা শুরু করেন। পরে ১৯ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

গত সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। পরে শিল্পীদের ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

বাকি তিনজনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

উপস্থিত নাট্যকর্মীরা জানান. এলার্জির উপাদানসমূহ পোশাক, জুতাসহ বিভিন্ন স্থানে ছিল। যারা মেকাপ করছিল তাদেরও মুখ চুলকাচ্ছিল। যারা কস্টিউম পড়েন তারাও চুলকানীর শিকার হন। নাটক শেষে সবাই ছটফটাতে থাকলে উপস্থিত লোকজন দৌড়ে যান। তাদের গায়ে পানি ঢেলে সাবান লাগালেও চুলকানি কমছিল না। পরে দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়।  

নাটক চলাকালে স্প্রে করা পাউডার থেকে এই কেমিক্যাল এর্লাজিক‍্যাল রি-অ‍্যাকশন বা চুলকানি হয়ে থাকতে পারে বলে চিকিৎসকগণ ধারণা করছেন।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক 'ফলাফল নিম্নচাপ' চলাকালে একে একে ১৮ অভিনয় শিল্পী অসুস্থ হতে থাকেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুক্তিযুদ্ধবিরোধী কোন ষড়যন্ত্র রয়েছে কি-না তা তদন্তের দাবি জানান তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, কোন কেমিক্যাল বা এ জাতীয় কোন পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে অসুস্থদের অবস্থা গুরুতর নয়। শরীরে চুলকানি ছাড়া তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তারা।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর