চিকিৎসায় গাফিলতিতে সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ

সংগৃহীত ছবি

চিকিৎসায় গাফিলতিতে সোহরাওয়ার্দী হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ

শাফিকুজ্জামান রুবেল

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও  হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হাসপাতালটিতে রোববার (৮ অক্টোবর) বিকেল থেকে টানা ছয় ঘণ্টা নানা অজুহাতে চিকিৎসা দিতে গাফিলতি করায় এক নারী মারা গেছেন। নিহতের স্বজনরা জানান, ইমার্জেন্সিতে তারা ওই নারীকে আনার পরে ডাক্তাররা সিট নেই বলে কোনো চিকিৎসা দিচ্ছিলেন না। এ বিষয়ে ডিউটিরত এক চিকিৎসক বলেন, রোগীর তুলনায় চিকিৎসকের সংখ্যা কম। ফলে সবাইকে সমানতালে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।

 

স্বজনদের দাবি, রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে  চোখের সামনে বিনা চিকিৎসায় মাকে মারা যেতে দেখে দিশেহারা হয়ে পড়েন ছেলে। ডাক্তারদের দ্বারে দ্বারে ঘুরেও চিকিৎসা দিতে পারেননি তিনি। মুমূর্ষু রোগীকে ইমার্জেন্সিতে আনা হলে সিট নেই বলে ফেলে রাখা হয়। পরে রাত ৯টার দিকে উচ্চপদস্থ এক কর্মকর্তার সহায়তায় ভর্তি করে শুরু করা হয় চিকিৎসা।

কিন্তু রাত সাড়ে ১২ টায় রোগী মারা যান।  

তবে ডিউটিরত এক চিকিৎসকের দাবি, সেবায় কোনো গাফলতির ছিল না।  

এর আগেও রাজধানীর এই হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে রয়েছে নানা অভিযোগ। এসব থেকে মুক্তি চান ভুক্তভোগীরা।

news24bd.tv/আইএএম