আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান

আফগানিস্তানকে ফিল্ডিংয়ে পাঠাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

ভারত ও অস্ট্রেলিয়ার কাছে পরপর দুই ম্যাচ হারের পর বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান। আজ মিশনে নেমে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আজ (সোমবার) চেন্নাইয়ে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

টানা দুই ম্যাচে ব্যর্থতার বৃত্ত ভাঙতে আফগানদের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাবর আজমরা।

অন্যদিকে, নিজেদের সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের দুঃস্মৃতি মুছে জয়ের ধারায় ফিরতে মরিয়া রশিদ-নবিরা।

জ্বরের কারণে এ ম্যাচের পাক একাদশে নেই মোহাম্মদ নেওয়াজ। দলে ফিরেছেন শাদাব খান। অন্যদিকে আফগানদের একাদশে ফিরেছেন নূর আহমেদ।

বাদ পড়েছেন ফজলহক ফারুকি।

পাকিস্তানের একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী ও শাহিন আফ্রিদি।

আফগানিস্তান একাদশ : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, নূর আহমেদ।

news24bd.tv/তৌহিদ