একদিনে দুই রেকর্ড, কামিন্সকেও ছাড়িয়ে গেলেন স্টার্ক 

সংগৃহীত ছবি

একদিনে দুই রেকর্ড, কামিন্সকেও ছাড়িয়ে গেলেন স্টার্ক 

অনলাইন ডেস্ক

ঘণ্টাখানেকও টিকল না প্যাট কামিন্সের রেকর্ড। স্যাম কারানের রেকর্ড ভেঙে আজ আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের বনেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। তবে সেই রেকর্ড নিজের কাছে নিলেন কামিন্সের স্বদেশী মিচেল স্টার্ক। তাকে আইপিএল ইতিহাসে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স।

এর আগে, কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।

গত মৌসুমে আইপিএল ইতিহাসে রেকর্ড দামে পাঞ্জাব কিংসে নাম লেখান ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। ১৮ কোটি ৫০ লাখ রুপিতে তাকে কেনে পাঞ্জাব। সেই রেকর্ড আজ ভাঙেন হায়দরাবাদ।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্সকে তারা দলে ভেড়ায় রেকর্ড ২০ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে।  

ধারণা করা হচ্ছিল, এবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে থেকে যাবেন কামিন্স। তবে কলকাতা স্টার্ককে পেতে রেকর্ড নতুন করে গড়েছে। ভিত্তিমূল্য ২ কোটি রুপি হলেও এই তারকাকে পেতে শেষ পর্যন্ত প্রায় ২৫ কোটি রুপি বিড করে কেকেআর।

news24bd.tv/SHS