চোখের উন্নত চিকিৎসায় রাতে যুক্তরাজ্য যাচ্ছেন সাকিব

ছবি: সংগৃহীত

চোখের উন্নত চিকিৎসায় রাতে যুক্তরাজ্য যাচ্ছেন সাকিব

অনলাইন ডেস্ক

চোখের রেটিনা সমস্যার সমাধানে উন্নত চিকিৎসা করাতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন সাকিব আল হাসান। বেশ কয়েক মাস ধরেই চোখের সমস্যায় ভুগছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হয়ে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরেও চোখের সমস্যায় ভুগেছিলেন সাকিব। এজন্য ব্যাটিংয়ে সমস্যা বোধ করছিলেন সাকিব।

এর আগে বিশ্বকাপের সময় দুই দফা ভারতে চিকিৎসক দেখিয়েছেন সাকিব। বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে গিয়েও চোখের চিকিৎসক দেখিয়েছিলেন। জানা গেছে, এবারের বিপিএলের আগে আবার নতুন করে একই সমস্যায় পড়েছেন তিনি।

এর মধ্যে ঢাকায় দুজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়েছেন।

চিকিৎসাও চলছে তাঁর। তবে সমস্যার সমাধান হচ্ছে না। সে জন্যই সাকিবকে দেশের বাইরে যেতে হচ্ছে।

উল্লেখ্য, বিপিএল শুরু হওয়ার আগেই সাকিব ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। লন্ডন রওনা দেওয়ার আগে চশমা পড়া অবস্থায় রংপুর রাইডার্সের সঙ্গে ব্যাটিং করতে দেখা যায় সাকিবকে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে খেলার মাঠের বাহিরে মন্ত্রী হিসাবে নতুন পরিচয় পান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

news24bd.tv/SC