মিরপুরে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে গার্মেন্টস শ্রমিকদের অবস্থান। ছবি: নিউজ২৪

মিরপুরে রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

মিরপুর ১০ নাম্বার গোল চত্বরে সড়ক অবরোধ করে রেখেছে গার্মেন্টস শ্রমিকরা। রোববার (২১ জানুয়ারি) সকালে শ্রমিকরা ১০ নাম্বার গোল চত্বরে অবস্থান নেয়।

এসময় তারা বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দাবী আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় অবস্থান করবেন বলে জানায় তারা।

সরেজমিনে দেখা যায়, মিরপুর ১০ নাম্বার গোল চত্বর ঘিরে দাড়িয়ে রয়েছে শ্রমিকরা। এ ্সময় সেখানে পুলিশ অবস্থান করতেও দেখা যায়। সড়ক অবরোধ করে দাঁড়ানোর কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

শ্রমিকদের দাবি, ২ মাসের বেতন না দিয়ে গত ১২ দিন কারখানা তালা দিয়ে রেখেছে মনোয়ারা গার্মেন্টসের মালিকপক্ষ।

এক শ্রমিক বলেন, আমাদের কয়েক মাসের বেতন পাওনা। সরকারি ঘোষণা অনুযায়ী আমাদের বেতন দেওয়া হচ্ছে না। ১০-১৫ দিন ধরে অফিস বন্ধ। আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

আরেকজন বলেন, দুইমাস ধরে বেতন পাই না। ওভার টাইমের টাকাও দেয় না। বাসাভাড়া দিতে পারছি না। বাড়িওয়ালা চিল্লাচিল্লি করে। বাধ্য হয়ে রাস্তায় নামছি।

আরেক নারী শ্রমিক বলেন, গেটে তালা মেরে রেখে গেছে। বেতন দেয় না। তারা বন্ধ করলে করুক কিন্তু তার আগে আমাদের বেতন পরিশোধ করে দিক। আমরা আর কিছু চাই না।

news24bd.tv/DHL