মঈন খানকে পুলিশের ধাক্কার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান- ফাইল ছবি।

মঈন খানকে পুলিশের ধাক্কার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংসদের প্রথম দিন একটি নতুন সরকারের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রাস্তা বন্ধ করে কালো পতাকা করেছে বিএনপি। তাই পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, রাজনৈতিক কোনো কর্মসূচি করতে বাঁধা দেবে না সরকার।

তবে, আইনশৃঙ্খলার অবনতি হয় এ ধরনের কর্মসূচি করতে দেয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মঈন খানকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ধাক্কাধাক্কি হয়।

আরও পড়ুন : ডিএমপি জনগণের পুলিশে পরিণত হয়েছে

এর আগে সকালে রাজারবাগে ডিএমপির ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশ জনগণের পুলিশে পরিণত হয়েছে।

২০ বছর আগে পুলিশকে মানুষ ভয় পেলেও এখন সেই পুলিশই মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

news24bd.tv/FA